জেনে নিন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু অজানা তথ্য

অ্যামেরিকার ৪৫তম প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমাদের কৌতূহলের সীমা নেই। একাত্তর বছর বয়সী এই ব্যাবসায়ি বিভিন্ন বিষয়ে এখনো আলোচনার তুঙে। চলুন যেনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু অজানা তথ্য।

trump


১। মাত্র তের বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পের বাবা-মা তাকে নিউয়ার্কের মিলিটারি স্কুলে পাঠান। তারা মনে করেছিলেন ট্রাম্পের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিক্ষার প্রয়োজন রয়েছে।

২। ২০০৪ সালে শুরু হয় রিয়্যালিটি শো “দ্যা অ্যাাপরেনটিস”। ডোনাল্ড ট্রাম্প এবং টারমিনেটর খ্যাত আর্নল্ড ছিলেন পরিচালনার দায়িত্তে। একেকটি পর্বে ট্রাম্পের আয় ছিলো প্রায় ৩৭৫০০০ মার্কিন ডলার।

৩। টাম্প সাধারণত কোন প্রকার মদ পান করেননা। ট্রাম্পের ভাই অতিরিক্ত মদ্যপানের কারনে ১৯৮২ সালে মৃত্যুবরণ করেন। এই ঘটনা হয়তো ট্র্যাম্পের মদ্যপান থেকে বিরত থাকার প্রধান প্রেষণা।

৪। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটি খেলা রয়েছে, নাম “ট্রাম্পঃ দ্যা গেম”। ১৯৮৯ সালে এটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে “দ্যা অ্যাাপরেনটিস” রিয়্যালিটি শো এর জনপ্রিয়তার সময়টাতে এটি আবার চালু হয়।

৫। ৬৬৪ ফুট উচ্চতার “ট্রাম্প টাওয়ার” একটি কাল্পনিক ব্যাবসা প্রতিষ্ঠান হিসাবে জনপ্রিয় “দ্যা ডার্ক নাইট রাইজেস” সিনেমায় দেখানো হয়।

৬। ডোনাল্ড ট্রাম্পের হাইফাইভের জন্য বিখ্যাত।

৭। ট্রাম্প অতীতেও প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ২০০০ সালে রিফর্ম পার্টির হয়ে ক্যালিফোর্নিয়া প্রেসিডেন্সিয়াল প্রাইমারীতে জয়লাভ করেন।

৮। ট্রাম্প জন্মগত ভাবেই ধনী ছিলেন। তার বাবা এতো পরিমাণ সম্পদ রেখে গেছেন যে ব্যাবসায় না আসলেও তিনি চোখে পড়ার মতো ধনী হিসাবে গণ্য হতেন।

৯। ১৯৮০ সালের দিকে ট্রাম্প “নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস” দলটি কিনে নেবার প্রস্তাব নাকচ করেন। তিনি মনে করেছিলেন এটি কোন ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নয়।


১০। ট্র্যাম্পের বর্তমান স্ত্রী পূর্বে একজন মডেল হিসাবে বিখ্যাত ছিলেন। 

No comments

Powered by Blogger.