জেনে নিন যে কারনে “মোনালিসা” এতো বিখ্যাত
লিওনার্দো দা ভিঞ্চির
আঁকা মোনালিসার কথা আমরা কমবেশি সবাই জানি। বর্তমানে এই জগৎবিখ্যাত শিল্পকর্মটি
প্যারিসের ল্যুভর যাদুঘরে সংরক্ষিত রয়েছে। সে যাই হোক, কখনো কি ভেবে দেখেছেন কেন
এই মোনালিসা এতো বিখ্যাত?
“মোনালিসা” চিত্রকর্মটির
ধাঁধানো গল্প শুরু হয় ফ্লরেঞ্চের একটি স্টুডিও থেকে। ১৫০৩ সালে লিওনার্দো দা
ভিঞ্চি মোনালিসা আঁকা শেষ করেন বলে ধারণা করা হয়। এই একটি ছবি আঁকতে তার কয়েক বছর
সময় লেগে গিয়েছিলো এবং যেটি ছিল তার জীবনের শেষ চিত্রকর্ম। ভিঞ্চি নিজেও ভাবতে
পারেননি এটি কখনো এতোটা বিখ্যাত হবে। পরবর্তী তিনশো বছর ধরে মোনালিসা ঘুরে
বেড়িয়েছে ফ্রান্সের বিভিন্ন প্রাসাদে। ১৮০০ সালেই দিকে এই বিখ্যাত চিত্রকর্ম
নেপোলিয়নের নজর কাড়ে। নেপোলিয়ন নিজের শোবার ঘরে মোনালিসাকে ঝুলিয়ে রাখেন যা কিনা
তার প্রাসাদে বেড়াতে আসা এবং তার শোবার ঘরে ঢোকার অনুমতি যাদের ছিল তাদের নজর
কাড়ে। পরবর্তীতে ল্যুভরে মোনালিসা নিজের যায়গা করে নেয়। এই সময়েও মোনালিসা এতোটা
পরিচিতি পায়নি, মানুষের কাছে যা ছিল অন্য সাধারণ চিত্রকর্ম গুলোর মতই। ১৯১১ সালের
কোন এক রাতে ল্যুভর থেকে চুরি হয়ে যায় মোনালিসা। পুলিশ শেষ পর্যন্ত এই চুরির ঘটনার
কোন কূলকিনারা করতে না পেরে ওই সময়ের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে সন্দেহ
করে বসে। পরবর্তীতে জানা যায় পিকাসো সম্পূর্ণ নির্দোষ ছিল। চোর মোনালিসাকে নিয়ে এক
ইটালিয়ান সূত্রধরের কাছে বিক্রির উদ্দেশে হাজির হয়। পরবর্তীতে ফ্লোরেন্সে চোর
বাবাজীকে ধরা হয়। এবং আবারো “মোনালিসা” ল্যুভরের দেয়ালে ফিরে আসে।
এতোসব ঘটে যাবার পরথেকেই
মানুষ যেন মোনালিসাকে একটু বেশিই প্রাধান্য দিতে শুরু করে। আর বর্তমান খ্যাতির কথা
তো আপনার জানাই।
No comments