অ্যাপল হত্যা করলো তাদের জনপ্রিয় দুই পণ্যকে!
এটাই স্বাভাবিক, সময়ের সঙ্গে দৌড়াতে গেলে সব সময় আপডেট থাকতে হয়। সে যত বড়ই ব্র্যান্ড হোক্ না কেন।
প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে, বিশেষ করে টেক দুনিয়ায় প্রতি দিন নতুন প্রোডাক্ট বাজারে আসছে। পাশাপাশি বিদায় নিচ্ছে বহু পুরনো মডেল। সে রকমই অ্যাপল দু’টি জনপ্রিয় মডেলকে বিদায় দিচ্ছে। তারা হল, আইপড সিরিজের ‘ন্যানো’ এবং ‘শাফল’।
অ্যাপল-এর তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, এই দুই মডেলের আর আপডেট পাওয়া যাবে না। এই ঘোষণার পর কার্যত ‘শোকে’র ছায়া নেমে আসে সোশ্যাল মিডিয়ায়। টুইটারাটিরা এই আইপড নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। অ্যাপলের বিরুদ্ধে ‘খুন’-এর অভিযোগ এনে ওই মডেলগুলোর প্রতি শোকপ্রকাশও করেন কেউ কেউ। যদিও তাঁদের সেই অভিযোগ নিছকই রসিকতা ছিল।
একদা অ্যাপলের কর্ণধার স্টিভ জোবসের হাত ধরে ২০০৫-এ লঞ্চ করেছিল আইপড ন্যানো এবং শাফল। পরে এই মডেল দু’টি আপডেটও করতে থাকে অ্যাপল। আইপড ন্যানো লঞ্চের উদ্বোধনী মঞ্চে স্টিভ জোবস দারুণ বিজ্ঞাপন করেছিলেন। সে দিন নিজের জিনসের ওয়াচ্ পকেটের দিকে তাকিয়ে বলেছিলেন, “বলুন তো আমার এই পকেটে কী আছে?” পরে সেই পকেট থেকে মাত্র ৪০ মিলিমিটার চওড়া আইপড বার সে দিন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন স্টিভ।
২০১২ সাল পর্যন্ত মোট সাতটি জেনেরেশনে বেরিয়েছিল ন্যানো আইপড। অন্য দিকে শাফলের শেষ অর্থাত্ চতুর্থ জেনেরেশন বেরিয়েছিল ২০১৫-তে।
তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা
প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে, বিশেষ করে টেক দুনিয়ায় প্রতি দিন নতুন প্রোডাক্ট বাজারে আসছে। পাশাপাশি বিদায় নিচ্ছে বহু পুরনো মডেল। সে রকমই অ্যাপল দু’টি জনপ্রিয় মডেলকে বিদায় দিচ্ছে। তারা হল, আইপড সিরিজের ‘ন্যানো’ এবং ‘শাফল’।
অ্যাপল-এর তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, এই দুই মডেলের আর আপডেট পাওয়া যাবে না। এই ঘোষণার পর কার্যত ‘শোকে’র ছায়া নেমে আসে সোশ্যাল মিডিয়ায়। টুইটারাটিরা এই আইপড নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। অ্যাপলের বিরুদ্ধে ‘খুন’-এর অভিযোগ এনে ওই মডেলগুলোর প্রতি শোকপ্রকাশও করেন কেউ কেউ। যদিও তাঁদের সেই অভিযোগ নিছকই রসিকতা ছিল।
একদা অ্যাপলের কর্ণধার স্টিভ জোবসের হাত ধরে ২০০৫-এ লঞ্চ করেছিল আইপড ন্যানো এবং শাফল। পরে এই মডেল দু’টি আপডেটও করতে থাকে অ্যাপল। আইপড ন্যানো লঞ্চের উদ্বোধনী মঞ্চে স্টিভ জোবস দারুণ বিজ্ঞাপন করেছিলেন। সে দিন নিজের জিনসের ওয়াচ্ পকেটের দিকে তাকিয়ে বলেছিলেন, “বলুন তো আমার এই পকেটে কী আছে?” পরে সেই পকেট থেকে মাত্র ৪০ মিলিমিটার চওড়া আইপড বার সে দিন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন স্টিভ।
২০১২ সাল পর্যন্ত মোট সাতটি জেনেরেশনে বেরিয়েছিল ন্যানো আইপড। অন্য দিকে শাফলের শেষ অর্থাত্ চতুর্থ জেনেরেশন বেরিয়েছিল ২০১৫-তে।
তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা
No comments