শিশুকে স্তন্যদানের খোলামেলা ছবি পোস্ট করে তুমুল বিতর্কের মুখে প্রেসিডেন্টের মেয়ে!
শিশুকে স্তন্যদান করার ছবি পোস্ট করে সম্প্রতি তুমুল বিতর্কের মুখে কিরঘিজস্তানের প্রেসিডেন্টের ছোট মেয়ে আলিয়া শাগিয়েভা।
গত এপ্রিল মাসে আলিয়া সোশ্যাল মিডিয়ায় অন্তর্বাস পরিহিত অবস্থায় তাঁর সন্তানকে স্তন্যদানের একটি ছবি পোস্ট করেন। যার নীচে তিনি লিখেছিলেন, ‘‘আমার সন্তানকে যখন-যেখানে খাওয়ানোর প্রয়োজন, আমি তাকে তখন-সেখানেই খাওয়াবো।’’ এর পরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বিরূপ নেতিবাচক মন্তব্য ছুটে আসতে শুরু করে। প্রেসিডেন্ট আলমাজবেক আতমায়েভ-এর মেয়েকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। তাঁর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগও তুলতে দ্বিধা করেননি সমালোচকরা। এই অভিযোগ ও সমালোচনার মধ্যে তিনি ছবিটি সরিয়েও নেন অবশ্য।
পরে অবশ্য বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘‘তাঁর দেশের সংস্কৃতিতে মহিলাদের অতিমাত্রায় যৌনতার নজরে দেখা হয়। তাই ছবিটিকে ঘিরে এমন বিতর্ক তৈরি হয়েছে।’’ ওই ছবি নিয়ে তাঁর বাবা প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ ও মা রাইসাও অসন্তুষ্ট হয়েছেন। এ বিষয়ে আলিয়া জানান, তাঁর বাবা-মা’ও ছবিটি পছন্দ করেননি, কারণ তাঁরা খুবই রক্ষণশীল।গত এপ্রিল মাসে আলিয়া সোশ্যাল মিডিয়ায় অন্তর্বাস পরিহিত অবস্থায় তাঁর সন্তানকে স্তন্যদানের একটি ছবি পোস্ট করেন। যার নীচে তিনি লিখেছিলেন, ‘‘আমার সন্তানকে যখন-যেখানে খাওয়ানোর প্রয়োজন, আমি তাকে তখন-সেখানেই খাওয়াবো।’’ এর পরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বিরূপ নেতিবাচক মন্তব্য ছুটে আসতে শুরু করে। প্রেসিডেন্ট আলমাজবেক আতমায়েভ-এর মেয়েকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। তাঁর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগও তুলতে দ্বিধা করেননি সমালোচকরা। এই অভিযোগ ও সমালোচনার মধ্যে তিনি ছবিটি সরিয়েও নেন অবশ্য।
সর্বত্র কথা ওঠে যে, অন্তর্বাস পরে শিশুকে স্তন্যদানের ছবি পোস্ট করার মানে হল শরীর প্রদর্শন। পাল্টা জবাবে তিনি বলেন, ‘‘আমার শরীর অশ্লীল নয়। এর অনেক কাজ রয়েছে। আমার শিশুর শারীরিক চাহিদা মেটাতে এর ভূমিকা রয়েছে। এখানে শুধু যৌনতার কিছু নেই।’’
শাগিয়েভার টুইটারে পোস্ট করা একটি ছবি |
মিস শাগিয়েভা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়, বিশেষকরে টুইটারে। নিজের শিল্পকর্মও তিনি সেখানে পোস্ট করেন। পোস্ট করেন নিজের হাতে আঁকা ছবি, তাঁর স্বামীর এবং সন্তানের ছবিও। এর আগে গত মে মাসে অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির সদস্য ল্যারিসা সে দেশের পার্লামেন্ট অধিবেশনের মধ্যেই সন্তানকে স্তন্যপান করিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। একদল সমালোচক তাঁর পাশে যেমন দাঁড়ান, তেমনি একদলের তুমুল সমালোচনার মুখেও পড়তে হয় ল্যারিসাকে।
এ রকম পোষ্ট আর কেউ করবেন না আপু
ReplyDelete